বিশেষ প্রতিনিধি: বৈদ্যুতিক শর্ট সাকিটের আগুনে পুড়ে ভস্মিভ’ত হয়ে গেছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামে মৃত আবুল কাশেমের ছেলে গোবিন্দগঞ্জ শহরের পত্রিকার হকার মো: হেলাল উদ্দিন বাড়ি। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে হঠাৎ এ অগ্নিকান্ডের ঘটনায় তার দুটি ঘর সামান্য সময়ের মধ্যে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বৈদ্যুতিক লাইন চালু থাকায় সাহায্য করতে প্রতিবেশীরা কেউ কাছে যেতে না পারেনি।সবার চোখের সামনেই ধ্বংস হয়ে যায় বাড়িটি। হেলাল উদ্দিন জানান, প্রতিদিনের মতোই শুক্রবার সকালে তিনি গোবিন্দগঞ্জ শহরে যান পত্রিকা বিক্রি করতে। সেখান থেকে ফোনে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ফিরে দেখেন তার দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় হেলাল উদ্দিনের স্ত্রী ও মা ঘরে তালা দিয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। মাত্র পাঁচ মিনিটের এ আগুনে ঘরের ভিতরে বাক্সের মধ্যে রক্ষিত বাড়ি তৈরির জন্য সঞ্চিত নগদ ৬০ হাজার টাকা, ৫ হাজার টাকার প্রাইজবন্ড, বিছানা ও চাল পোষাক সমুদয় জিনিসপত্রসহ প্রায় ৪ লক্ষাধিক পুড়ে ছাই হয়ে যায় বলে জানান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিলেও আগুন নিভে যাওয়ার খবর পেয়ে মাঝ পথ থেকে ফিরে গেছে বলে জানিয়েছে। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ(ইউপি)চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান ও স্থানীয় ইউপি সদস্য শাহীন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ক্ষতিগ্রস্থ পরিবারটিকে যথাসাধ্য সহায়তার আশ্বাস প্রদান করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।