এসএম রুবেল প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জঃ
গ্রাম বাংলার জনপদে বইছে শীতের শীতল আমেজে ভাপা পিঠার রসালো শীত আসে তার নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্র হিমশীতল অনুভূতি নিয়ে। শীত তার চরম উষ্ণতার রূপ নিয়ে সবুজ প্রকৃতির রুক্ষমূর্তি ধারণ করে নীরব হিমেল হাওয়া ধুম কুয়াশায় তিক্ত তাণ্ডবে যেন বিবর্ণ গ্রামীণ জনপদ। বাংলাদেশের বৈচিত্রে একটি অনন্য বৈশিষ্ট্য ঋতু শীতকাল।আর এই শীতের সন্ধ্যা মলিন রাতের আকাশ অবিরাম ঝরে পড়ে অজস্র শিশির কণিকা।শীতের বৈকাল যেন মন মাতিয়ে তুলে প্রকৃতিতে নিয়ম করে আসা শীতকাল।এতে করে বাড়িয়ে তুলে গ্রামীণ সংস্কৃতিতে শীতের আমেজ।
শীতের সন্ধ্যা নামতেই গ্রামীণ সংস্কৃতিতে মেতে উঠে গ্রামগঞ্জের সমশ্রেণীর মানুষের মাঝে বিনোদন নামক গানের আসর।শুধু তাই নয়,শীতের রাত্রিতে পাড়া-গ্রামের সবাইকে নিয়ে জমে উঠে সবজি খিচুড়িসহ মুড়ি পার্টির আসর। গভীর রাত্রে গাছের পাতায় জমে থাকা শিশির কোনা টপটপ করে ঘরের টিনের চালে শুনতে বেশ ভারী মিষ্টি মধুর। ঘন কুয়াশায় হাড় কাঁপানো শীতে গ্রামের কন্ডিশনার মাটির দোতলা বাড়ির খড়ের ছাউনিতে রাত্রিযাপন যেন ভিন্ন রূপে শীতের আমে। চাদর মোড়ানো শীতের সকাল ধুম কুয়াশায় চারদিকে ঢাকা ভোরের দিগন্ত। সোনামাখা কাঁচা মিষ্টি হাস্যউজ্জ্বল রোদ্র প্রকৃতির উপর ছড়িয়ে পড়ে সূর্যের নির্মল আলো। এতে করে কনকনে ঠান্ডায় জমে থাকা শরীর উষ্ণ তাপে অন্যরকম শীতের আমেজ। গুনগুনে পাখিদের চি-চি কলহর মধুময় বসন্তের আগমনে ফুলের ঘ্রানে মৌমাছিদের উল্লাস।