ঘন কুয়াশায় এবং বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে ঝরে গেল আর একটা তাজা প্রাণ, আজ ২৩/১২/২৪ তারিখ সোমবার
সখিপুর হতে টাঙ্গাইল আসার পথে নলুয়া হতে বেড়বাড়ি রোডে সকাল ৭.৩০ ঘটিকায় সখিপুর থানাধীন বিমানবাহিনী ঘাটি অফিস পার হয়ে একটা ব্রীজের উপর এভাবেই একজন হোন্ডাচালক যুবক সড়ক দুর্ঘটনায় মরে পড়ে আছে। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সকলের প্রতি অনুরোধ এই ঘন কুয়াশায় যানবাহন সাবধানে চালাবেন।আমি আবারও সকলের কাছে অনুরোধ রাখবো, ঘন কুয়াশার মধ্যে, অনিয়ন্ত্রিত যানবাহন চালানো থেকে বিরত থাকুন, নিজের সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে দিন।