চর-বাগডাঙ্গার দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ ইয়াসিন হুজুর অবসরে ছাত্রদের শুভেচ্ছা ও তাকে ঘিরে খোলা চিঠির বার্তা জানালেন ছাত্রছাত্রীরা।
আলি হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-বাগডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ ইয়াসিন হুজুর অবসরে যাওয়াই অনুষ্ঠানে ছাত্রদের ফুলের শুভেচ্ছা বিনিময়। ছাত্রদের আবেগের চিঠি দিয়ে বার্তা দিলেন, হুজুরের বিদায়লগ্নে আমাদের মন অনেক ভারাক্রান্ত, তবে একইসাথে আমরা নিজেকে ভাগ্যবান মনে করি যে, একজন সৎ, দায়িত্বশীল এবং নিবেদিতপ্রাণ আলিমের সান্নিধ্যে আমরা শিখতে পেরেছি।
হুজুর তাঁর কর্মজীবনে আমাদের জন্য যেমন ছিলেন আদর্শ ও অনুপ্রেরণার উৎস, তেমনি তাঁর উপদেশ, শিক্ষা ও নীতি আমাদের জীবন চলার পথে পথপ্রদর্শক হয়ে থাকবে। তিনি আমাদের শুধু পাঠদানই করেননি, বরং ধর্মের মর্ম ও আদর্শকে হৃদয়ে ধারণ করার শিক্ষা দিয়েছেন। হুজুরের সততা, কর্মদক্ষতা এবং মমতা দিয়ে মাদরাসার উন্নয়নে যে অমূল্য অবদান রেখেছেন, তা আমরা চিরকাল স্মরণে রাখব। অবসর জীবনের শেষ দিনে হুজুর কিছু বিদায়ী উপদেশ দিয়েছেন, যা আমাদের মনে আরও গভীরভাবে দাগ কেটে গেছে। তাঁর কাছ থেকে শিখেছি কীভাবে ধৈর্য,নিষ্ঠা এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। বিদায়ের সময় তাঁর মুখে শুনেছি আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার ও নিজের লক্ষ্যে স্থির থাকার প্রয়োজনীয়তা।
আপনার অবসরে আমরা একজন দক্ষ, নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ শিক্ষক হারালাম। হুজুর, আপনার অবদান আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। আপনার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় চিরদিনের বাঁধনে আমরা অক্ষত রাখবো। আপনার অবসর জীবন শান্তিতে কাটুক, ইসলামের পথে কাজ করার তৌফিক দান করুক, এবং আপনার আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটুক মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করি আমরা আপনার শিক্ষায় শিক্ষিত চর-বাগডাঙ্গার দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম এই কামনা ব্যক্ত করি। চিরদিন যেন আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে জনগণের সেবায় আমরা একযোগে কাজ করতে পারি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।