আব্দুর গাফফার হোসেন, স্টাফ রিপোর্টার- চাঁদপুর শহরের ৫ নং ওয়ার্ড রঘুনাথপুর মুসলিম ফকিরের বাড়ীতে মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাইজ ভান্ডার দরবার শরীফের আলহাজ¦ হযরত সৈয়াদ সামছুদৌয়ার খলিফা মোঃ মুসলিম ফকিরের আয়োজনে বৃহস্পতিবার ৯ সেক্টেম্বর বাদ মাগরীব এর পর তাহার নিজ বাড়ীতে এই মিলাদও দোয়া অনুষ্ঠিত হয়।
মাইজ ভান্ডর দরবার শরীফের আওলাদ আলহাজ¦ হযরত সৈয়াদ সামছুদৌয়াও তার স্ত্রী গত কয়েক মাস আগে ওফাত গ্রহন করেন তাদের স্বরনে ও মহামাড়ি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দোয়া চাওয়া হয় এই মিলাদও দোয়া অনুষ্ঠানে।
উক্ত মিলাদও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলার সহ সভপতি পীরজাদা হযরত মাওলানা গাজা জোবায়ের আহম্মেদ। তবে মিলাদ কায়েম করান বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান চিশতী চাঁদপুরী,ও মইনীয়া যুব ফোরাম সদর উপজেলার আহবায়ক মাওলানা মোঃ কবির হোসেন, এ সময় উপস্থিত রয়েছেন মইনীয়া বক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক ও বাংলা স্টার চেয়ারম্যান মোহাম্মদ এরশাদ খানও ইচলী রহমানিয়া দরবার শরীফের বক্ত মোঃ নাজির হোসেন পাটওয়ারী,মইনীয়া বক্ত বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, গাজী,কুমিল্লার তাজু শাহ এর বক্ত মোঃ মাসুদ হাওলাদার মুসলিম ফকিরের আও লাদ মোঃ হাবু শেখ,ও মোঃ নজু শেখসহ তাহার বক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া শেষে সবার মাঝে তাবারক বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।