স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা মঙ্গলবার (১১ অক্টোবর) পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। সভা উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম। সভার শুরুতে সহকর্মী মৃত এসআই(নিঃ) মোঃ বিল্লাল হোসেন এর অকালমৃত্যুতে উপস্থিত সকল উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালন করেন।পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। গত সেপ্টেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার এর নিকট হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন : অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জোবাইর সৈয়দ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সদর মডেল থানার সুজন কান্তি বড়ুয়া, শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ইউনুস মিয়া, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই (নিঃ) শাখাওয়াত হোসেন। চাঁদপুর জেলায় আগস্ট মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। থানায় কর্মরত এসআই (নিঃ) দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) কচুয়া থানার মোঃ সহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) আব্দুছ ছালাম, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই(নিঃ) সদর মডেল থানার মোঃ আবু হানিফ, ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরুষ্কার এসআই (নিঃ) সদর মডেল থানার মোঃ শাহরিন হোসেন, এসআই(নিঃ) মোঃ মোঃ আব্দুল আলীম, এসআই (নিঃ) মোঃ রাশেদুদ জামান, এএসআই (নিঃ) মোঃ তছলিম উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ হেলাল উদ্দিন, এএসআই (নিঃ) হাজীগঞ্জ থানা মোঃ রেজাউল করিম, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী সার্জেন্ট চাঁদপুরমাহমুদুল ইসলাম।পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ হলেন যেসব পুলিশ কর্মকর্তা
RELATED ARTICLES