Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeUncategorizedচাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ,মাদকবিরোধী অভিযান চলমান

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ,মাদকবিরোধী অভিযান চলমান

এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আরিফ ও তারেককে ৯০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি মাদকবিরোধী দল।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়ার মৃত মিলিয়ারা ও মৃত সলেমান মন্ডল ওরফে কালুর ছেলে আরিফ আলী (৪১) ও একই এলাকার বেবী বেগম ও আরিফ আলীর ছেলে তারেক আলী (১৮)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদকসহ ২ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) রোকনুজ্জামান সরকারের নির্দেশনা ও তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠান পাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ৯০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ ও তারেককে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে জানা গেছে বাকি মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)রোকনুজ্জামান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আগামীতেও মাদকমুক্ত সমাজ গঠনে এমন মাদকবিরোধী অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

S M Rubel
S M Rubel
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments