এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শনিবার(২৯ মার্চ) দিবাগত রাতে সোনামসজিদ বিওপির বটতলী এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে এসব পেট্রল বোমাগুলো উদ্ধার।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,সোনামসজিদ বিওপি ব্যাটালিয়নের নেতৃত্বে বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটতলী আমবাগানে স্থানেঅভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারী সন্দেহে দুইজন ব্যক্তিকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়
পরে ব্যাগটি তল্লাশী করে মালিকবিহীন ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।