চাঁপাইনবাবগঞ্জে নাচোল বাসস্ট্যান্ডে সতর্কমূলক আলোচনা
আসাদুজ্জামান মুকুল, উপজেলা প্রতিনিধি নাচোল চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ নাচোল থানা অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান আজ সকাল ১০,৩০ মিনিটে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে অটোচালক সিএনজি চালক ভ্যান চালক দের নিয়ে সতর্ক মূলক আলোচনা করেন ।এই সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা অটো রিক্সাচালক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ,আসাদুজ্জামান মুকুল সহ সভাপতি সৈবুর রহমান অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান ,বলেন যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না ইদানিং এলাকায় গাড়ি চুরি হচ্ছে প্যাসেঞ্জার সেজে গাড়িতে উঠার পর ড্রাইভারকে অনেক সময় প্যাসেঞ্জার বলছে আমার এই জিনিসটা দরকার বা ১ কেজি মিষ্টির দরকার আমাকে একটু এনে দেন বলে ড্রাইভারকে আনতে পাঠিয়ে গাড়ি নিয়ে উধাও হয়ে যাচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখার পরে খেয়াল রাখতে হবে আপনারা সবাই বাড়িতে গাড়ি রাখার সময় সতর্ক থাকবেন গাড়ি নিরাপদ জায়গায় গাড়ি রাখবেন বাইরে গাড়ি রেখে চার্জে দিবেনা সতর্ক থাকলে আপনাদেরই ক্ষতি কম হবে নাচোল বাসস্ট্যান্ডে আমি সিসি ক্যামেরা লাগাইছি আমি দেখি আপনারা অনেক সময় বাসস্ট্যান্ডে গ্যাঞ্জাম পাকান আপনারা সিরিয়াল করে গাড়ি চালান এমনিতেই নাচোল বাসস্ট্যান্ডের জায়গা কম আপনারা এলাকার মানুষ নাচোল বাস স্ট্যান্ড সুন্দর থাকলে আপনাদেরই ভালো লাগবে। তিনি আরো বলেন নাচোল থানায় জিডি করতে পুলিশের সহায়তা পেতে কোন টাকা লাগেনা আমি আপনাদের মতই একজন মানুষ আমি আপনাদের সেবা করার জন্য এই থানায় আছি যেকোনো আইনি সহতা পেতে আমাকে ফোন করতে পারেন । ২৪ ঘন্টায় আমার ফোন খোলা থাকে অতি ইমার্জেন্সি হলে ৯৯৯ নং কল দিতে পারবেন সেই ক্ষেত্রে সব কাজের জন্য ৯৯৯নংবারে কল দেওয়া যাবে না। ওসি মিন্টু রহমান একজন স্মার্ট অফিসার নাচোল থানায় জয়েন করার পর থেকে,দালাল ,মাদক ব্যবসায়ী, চুরি ছিনতাই অনেকটা নেই বললেই চলে নাচোল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান একজন স্মার্ট অফিসার নাচোল থানার পরিবেশ দেখলেই বুঝা যাই ।সৌন্দর্য চোখে পড়ার মতো নাচোল বাস স্ট্যান্ডের সকল গাড়ি চালকেরা স্যারের প্রশংসা করে বলে আপনি থাকেন স্যার আমাদের এলাকায় আপনার মত অফিসার আমাদের এলাকায় দরকার।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।