
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মাদকসহ ৫৯ বিজিবির হাতে আটক ৩ কারবারি
এসএম রুবেল ক্রাইম রিপোর্টার রাজশাহী ব্যুরো।
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার নিয়ন্ত্রণ অভিযানিক দল বিজিবি ব্যাটেলিয়ানের চৌকস টিমের অবৈধ মাদক পাচার কালে ভারতীয় মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে (৫৯ বিজিবি)’র সদস্যরা গতকাল মঙ্গলবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার পাচুর আমবাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,শিবগঞ্জ উপজেলার উনিশাবিঘী গ্রামের,মখলেছুর রহমানের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫), মৃত মোনতাজের ছেলে মোঃ মজনু (৩৮), মৃত আনিছুর আলীর ছেলে মোঃ তাজমুল হক (৪০)। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ২০০ গ্রাম হেরোইন,১০০ পিচ,ইয়াবা ও ৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বুধবার রাতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ক্যাম্পের গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যতে ভিত্তিতে আমরা জানতে পারি উক্ত সময়ে চকপাড়া বিওপির জেসিও নং ৯৪১০ দিয়ে ভারতীয় মাদক চোরাচালানের সম্ভাবনা রয়েছে এর ভিত্তিতে আবু হানিফ এর নেতৃত্বে একটি টহলদল পাচুর আমবাগান থেকে তাদের আটক করতে সক্ষম হন। এ ঘটনার আরও ছয়জন পলাতক রয়েছে বলেও জানান বিজিবি। এ ব্যপারে আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
