চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যাবসায়, বাঁধা দেওয়ার মহিলাকে বেধড়ক মারধর ও লুটপাট, বাবুড্যাংগের শীর্ষ ক্যাডার মতিনের রামরাজত্ব
এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের বাবুড্যাং গুচ্ছগ্রামে মাদক কারবারির মূলহতা মতিউর রহমানসহ একটি সিন্ডিকেট দিনরাত চালায় মাদকের রমরমা ব্যাবসা। এনিয়ে ওই গ্রামের সচেতন নাগরিকরা প্রতিবাদ করলেই শিকার হন মারধরের,প্রকাশ্য মাদক বিক্রিতে বাধা দিতে গেলে সরকারি বাড়িতে ভাঙচুরও হামলার শিকার হয়েছে গুচ্ছগ্রামের মোসাঃ শাহিনুর ও তার যুবতী মেয়েসহ কয়েকটি পরিবার। শনিবার সকাল ৮ টা থেকে মতিউর তার প্রায় ২০ জনেও বেশি দলবল নিয়ে প্রতিবাদী শাহিনুরের বাড়ির সামনে ধারালো হাসুয়া লোহার রোডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে গালিগালাজ শুরু করেন। তারা বাড়ির দরজা খুলা মাত্রই শুরু করে তাদের উপর অতর্কিত হামলা, মারধর চালায় শেষে তাদের বাড়িতে ডুকে সব আসবাবপত্র ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায় সোনা অলংকারও ও জমানো টাকা,ক্যাডার মতিনের লোকজন।
এনিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ওই মাদক ব্যবসায়ীর মূলহতা মতিউর রহমানকে ১ নং আসামী করে সাহাবুল, মোশারফ, সবুর, কুখ্যাত মুখোশধারী গোপনে লুকিয়ে থাকা মাডার মামলার আসামি হান্নান ওরফে বাঙ্গাল,সহ অজ্ঞাত আরো একাধিক গুন্ডা বাহিনীদের নাম উল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতনামা করে একটি এজাহার দায়ের করেন মারধর লুটপাটের শিকার ওই মহিলা মোসাঃ শাহিনুর।
সরজমিন গিয়ে জানা যায়, মতিন আলি একজন কুখ্যাত ভূমিদস্য ও নিশানীয় ক্যাডার, চিহ্নিত মাদক কারবারির মূল হোতা নামে পরিচিত,গত কয়েক মাস আগেই তার বিরুদ্ধে যুবতী নারীদের উত্তপ্ত জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ এনে গ্রাম্য সালিশ বসে টাকার বিনিময়ে ধামাচাপা দিয়ে শেষ করে। শুধু তাই নয় বাবুড্যাং এলাকায় ২৫ বিঘা মত সরকারি খাস জমিতে দাপট খাটিয়ে তার আওতায়,সরকারি বাড়ি আশ্রয় প্রকল্পে তার বিরুদ্ধে কেউ কথা বল্লে শুরু হয় ষড়যন্ত্র, সরকারি বরাদ্দের অনেক বাড়ি তার দখলে। এছাড়াও বহু সরকারি গাছ কেটে বিক্রি, এলাকাবাসীর একাধিক অভিযোগে উঠে এসেছে কুখ্যাত ভূমিধস্য ও নারী লোভী মতিন ক্যাডারকে ঘিরে, এখনই রোধ করা গেলে ঔ এলাকায় মাদকের স্বর্গরাজ্য ও সরকারী খাস জমি তার আওতায় দখলে চলে যাবে। অবিলম্বে ওই এলাকার স্থানীয় ও সুশীল সমাজের নাগরিকদের দাবি,শান্তি ফিরাতে সঠিক তদন্তের মাধ্যমে তাকে দ্রুত গ্রেফতার করে কঠিনতম শাস্তির দাবি জানান তারা।