এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আনশুর আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। রোববার ৩০ এপ্রিল
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মো.রবিউল ইসলাম,আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
আনশুর জেলার সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চরশেখালিপুর রাবনপাড়া গ্রামের জাকাতুল্লাহর ছেলে।
এ বিষয়ে
রাষ্ট্রপক্ষে উপস্থি ছিলেন আইনজীবী মো.রবিউল ইসলাম তিনি জানান, ২০২২ সালের ২৫ মার্চ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ,ইউনিয়নের চরশেখালীপুর রাবণপাড়ার তৈয়বহাজীর টোলা গ্রামের আনশুরের বসতবাড়িতে জেলা পুলিশের বিশেষ শাখা-ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪ টার দিকে
অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে টিস্যু ব্যাগের মধ্যে১৩টি পলিথিনে থাকা ১ কেজি ৬ শত গ্রাম আফিম ও ৪,শত গ্রাম হেরোইনসহ আনশুর আলীকে আটক করা করা হয়। গ্রেফতারের পর ওইদিনই এ ঘটনায় জেলা পুলিশের বিশেষ শাখা-ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই অনুপ কুমার সরকার বাদি,হয়ে চাঁ:নবাবগঞ্জ সদর মডেল থানায় আটক আনশুর আলী ও পলাতক আমিনুল ইসলামকে আসামী করে একটি মাদক মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের বিশেষ শাখা-ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার সরকার ২০২২ সালের ২৭ মে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ৮ (গ) ও ৬ (গ) ধারায়
আদালতে দুই জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেন।এদিকে সাক্ষ্য প্রমাণাদী শেষে রবিবার (৩০ এপ্রিল) দুপুরে আদালতের বিচারক আনশুরকে দোষী সাব্যস্ত করে ৮-গ হেরোইন রাখার দায়ে এ ধারায় তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৬-গ আফিম রাখার দায়ে ধারায় ১০ বছর কারাদন্ড ও ১০ হাজারটাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।
এদিক এই দুই সাজা একত্রে চলবে বলে বিচারক আদেশে উল্লেখ করেন। পলাতক আসামি আমিনুল ইসলামের দোষ প্রমাণিত না হওয়ায় তাকে বেখুসুল খালাস দেয়া হয়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার শাহজাহানপুর রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম।