চাঁপাইনবাবগঞ্জে সিএনজি অটোরিক্সা ও টেম্পু,শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
বাংলাদেশ অটোরিকশা,টেম্পু সিএনজি মালিক ফেডারেশন,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিএনজি অটোরিক্সা ও টেম্পু,শ্রমিক ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হাকিম,সাধারণ সম্পাদক, আনার।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নতুন ব্রিজ এলাকায় একটি পিকনিকের আয়োজনের মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়। সংগনঠির সকল সদস্য নেতৃবৃন্দের উপস্থিতিতে,চাঁপাইনবাবগঞ্জ শাখার সিএনজি মালিক ফেডারেশনের
প্রধান উপদেষ্টা ও জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম রুবেল"কে দায়িত্ব অর্পণ করে এ কমিটির সভাপতি,আব্দুল হাকিম ও মোঃ আনারকে সাধারণ সম্পাদক করে যৌথ আলোচনায় আগামী এক'বছরের জন্য নতুন কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।
এ-কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি, মোঃ সেরাজুল সহ-সভাপতি, রিপন যুগ্ম সম্পাদক, ফারুক সাংগঠনিক সম্পাদক, ফারুক (সোনা মসজিদ) অর্থ-সম্পাদক, মোশাররফ,দপ্তর-সম্পাদক,মাইনুল প্রচার-সম্পাদক, আলিম ক্রীড়া-সম্পাদক, শাওন, কার্য নির্বাহী সদস্য,মজনু সহ-সভাপতি,সফিকুল সহ-অর্থ-সম্পাদক,কাদের। রোড সম্পাদকরা হলেন,মিলন,ডালিম,হেলাল, কার্যনির্বাহী সদস্যরা,রহমান,আনোয়ার, বাবু।
এই কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে,এসএম রুবেল, সালাত, মেরাজ,রকিব,শেষে সংগঠনটির সদস্যরা তাদের কিছু দাবি তুলে ধরেন সেগুলো হলো রাস্তায় চালকদের কাছে অবৈধ ভাবে চাঁদা আদায় না করা, তাদের বিশ্রাম করার জন্য একটি অফিস বরাদ্দ, ভালো ব্যবহার যোগ্য মাস্টার নিয়গ দেওয়া, সড়ক পরিবহনের হয়রানি বন্ধ নিশ্চিত করা,প্রত্যেক সদস্যকে মাসিক চাঁদা দেওয়া নিশ্চিত করা। এ মাসিক চাঁদা আদায়ের মাধ্যমে সকল সিএনজি শ্রমিকদের বিপদ-আপদে পাশে দাঁড়ানোর অধিকার প্রতিষ্ঠা করা।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।