চাঁপাইনবাবগঞ্জে ৬ দিন পর সড়কে ফিরেই গুরুত্ব সহকারে মাঠে কাজ করছেন ট্রাফিক পুলিশ
এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার রাজশাহী ব্যুরো।
"পুলিশই জনতা জনতায় পুলিশ" এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে সড়কে নেমেই শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা বিনিময় করে দায়িত্ব বুঝে নিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম, পিপিএম এর নিদেশক্রমে
চাঁপাইনবাবগঞ্জের ট্রাফিক বিভাগের টি.আই-১ প্রশাসন মোঃ হামিদুল ইসলাম ও ট্রাফিকের দায়িত্বরত সদস্যরা। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই পুলিশ নিজ নিজ হেফাজত চলে জান। ঠিক সেসময় ছাত্ররা সড়কের দায়িত্ব পালন শুরু করেন সেইসাথে দেশকে আঁকড়ে ধরে জণগনের সার্থে কাজ করে ছাত্ররা প্রমাণ করে দিয়েছে এ দেশের কর্ণধর তারাই এনিয়ে ছাত্রদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আজ সোমবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন সড়কের দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ট্রাফিক বিভাগের সদস্যরা। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ১১ দফা কর্মবিরতির দাবি প্রত্যাহার করেন তারা মিলিত হওয়ার পরেই আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তাঁরা। এর আগে, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে ৬ আগস্ট থেকে কর্ম বিরতির ঘোষণা দেন পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।