চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৯ আগস্ট বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে ।বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা নাচোল পৌর এলাকার , প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি লুইস টুডু এর সভাপতিত্বে বক্তব্য দেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাদের নাচোল থানা অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান ,উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ মাহাতো ও সাধারণ সম্পাদক কর্নেলিস মুর্মুু, উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি যতীন হেমরম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জনা বর্মন। বক্তারা বাংলাদেশের সংবিধানে সমতলের আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই মর্মে দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।