Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশচাঁপাইনবাবগঞ্জ নাচোলে মাছ চোর সিন্ডিকেটের মূল হোতা সহ গ্রেফতার ৫।

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মাছ চোর সিন্ডিকেটের মূল হোতা সহ গ্রেফতার ৫।

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে মাছ চোর সিন্ডিকেটের মূল হোতা সহ গ্রেফতার ৫।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা (ঘিওন উাচাপুকুর)এর বেআইনি জনতা দলবদ্ধ হইয়া অনাধিকার প্রবেশ ও মাছ চুরির ঘটনা ঘটে, মাছ চুরির ঘটনায়, মাছ চোর চক্রের সিন্ডিকেট (আকবর কাউন্সিলর) এর ছোট ভাই মুখলেসুর রহমান ওরফে মুনিরসহ ৫ সদস্য/সিন্ডিকেটকে আটক করছে নাচোল থানা পুলিশ। এছাড়াও মোখলেসুর রহমান ওরফে মুনি,বিভিন্ন অপরাধী জড়িত বলে জানা যায় নাচোল উপজেলা সমবায় সমিতি হতে মৎস্যজীবী সমিতি সিন্ডিকেট ও জড়িত তার জলমহল মুলনেশা বলে এলাকার মানুষের কাছে শোনা যায় এই চোর সদস্য গুলো কে গোপন সংবাদের ভিত্তিতে, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের নেতৃত্বে এস,আই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্সসহ আসামীদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,১/মোঃমুখলেসুর রহমান( মুনির)-৩০,পিতা-মোঃআব্দুল করিম, গ্রাম-পন্ডিতপুর(হামিদপুর) ,২/নাজিম উদ্দিন-৪৯,পিতা-মৃত লোকমান হাকিম,গ্রাম-ঘিওন,৩/নাসির-২৮,৪/রানা-২৫,রুবেল-১৯ উভয় পিতা-নাজিম উদ্দিন ও গ্রাম-ঘিওন এবং মাছ ধরার জাল উদ্ধার করা হয়। মামলা নং-১২ এবং ১৪৩,৪৪৭,৩৭৯ ও ৫০৬ এর (২) ধরায় মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments