আব্দুল গাফফার হোসেন, স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলাসহ সারা দেশের ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে। নরসিংদী, নীলফামারী, নওগাঁ, শেরপুর, চাঁদপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, পিরোজপুর, ভোলা ও শরীয়তপুরে নতুন এসপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপ-সচিব সিরাজাম মুনিরা।
নতুন পুলিশ সুপাররা হলেন- নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, এসবির পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় ও অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জ জেলায়।এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এইচ. এম. আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. সাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ এর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় ও গাজীপুর মহানগরী পুলিশে বদলির আদেশপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলমকে শরীয়তপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।