শামীম শাহরিয়ার (ভ্রাম্যমাণ প্রতিনিধি)
রাজশাহীর চারঘাটে এক বিঘা জমির ছোট বড় প্রায় আনুমানিক ২৫০ টি কলাগাছ ও সুপারি গাছ কেটে ফেললো দুর্বিত্তরা। চারঘাট মডেল থানায় অভিযোগ সূত্রে জানা যায়। বৃহস্পতিবার (২৩ আগষ্ট) দিবাগত রাত্রি আনুমানিক ৩ টার সময় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জাগিরপাড়া গ্ৰামে। উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে মৃত মোজাহার মন্ডলের ছেলে সাংবাদিক শামীম শাহরিয়ার। নিজ জমিতে ২৫০টি কলাগাছ ও ১০টি সুপারি গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কে বা কাহারা গোড়া থেকে কেটে পালিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন জানালে আমি দ্রুত বাগানে গিয়ে দেখি ছোট বড় আনুমানিক ২৫০ টি কলা গাছ ও ১০টি সুপারি গাছ কেটে সাবাড় করেছে । প্রায় আনুমানিক ক্ষতি দেড় লক্ষাধিক টাকা।
সাংবাদিক শামীম শাহরিয়ার বলেন, আমার সাথে কারো কোনো শত্রুতা নেই তবে কলা গাছ ও সুপারি গাছের সাথে শত্রুতা কেন? দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহন করার দাবি জানাচ্ছি। এ ব্যপারে সহকারী পুলিশ সুপার চারঘাট - বাঘা (সার্কেল) প্রনব কুমার সরকার বলেন , বিষয়টি অবগত রয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শামীম শাহরিয়ার
০১৭৪৪৩১৫৩৮৬
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।