মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর চারঘাটে দুইদিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন অয়োজিত উপজেলা চত্বরে এমেলার উদ্ধোধন করা হয়। উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেলায় অংশ গ্রহন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলাম ,চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা,শিক্ষক ও স্কাউটসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলায় বিভিন্ন স্টল পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস ।
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ
(২৮জানুয়ারী২৫ইং)০১৭৪৪৩১৫৩৮৬
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।