Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশচারঘাট মডেল থানা পুলিশের সহযোগিতায় ৩ ছিনতাইকারী সহ অটোরিক্সা উদ্ধার করা হয়েছে

চারঘাট মডেল থানা পুলিশের সহযোগিতায় ৩ ছিনতাইকারী সহ অটোরিক্সা উদ্ধার করা হয়েছে

মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ):
রাজশাহীর চারঘাটে থানা পুলিশের সহযোগিতায় অটোরিক্সাা ছিনতাইকারী সহ ৩ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়,গত ৩ মাস যাবৎ রাজশাহী মহানগর এলাকায় বিভিন্ন স্থানে ভাড়ায় ব্যাটারী চালিত অটোরিক্সা চালায়। বৃস্পতিবার সকালে আমি আমার অটোরিক্সা নিয়ে প্রতিদিনের মতো বাড়ি থেকে ভাড়া মারার জন্য বের হয়ে রাজশাহী শহরে বিভিন্ন স্থানে অটোরিক্সায় যাত্রী আনা নেয়া করি বা ভাড়া চালিয়ে বেড়ায়। প্রায় বিকেল ৫টায় রাজশাহী রুয়েটের সামনে পৌছালে আসামীগন গাড়ি থামাইলে আমি বলি কোথায় যাবেন,তিনি বলেন হলিদাগাছি তালতলা নামক স্থানে যাবো ভাড়া ২শ৫০ টাকায় চুক্তি হয়। আমি তাদের নিয়ে আনুমানিক সাড়ে ছয়টায় উপজেলার হলিদাগাছি তালতলা নামক জাফরপুর উত্তরপাড়া গ্রামে সাইদুরের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছালে আসামী ১নং সৈকত আলীসহ তিনজন অটোরিক্সা থেকে নেমে আমাকে রড দিয়ে এলাপাতাড়ীভাবে মারধর করে, আমার নিকট হতে অটোরিক্সা ও চাবি সহ ছিনিয়ে নেয়।
আমি ছিনতাই, ছিনতাই, করে চিৎকার দিলে স্থানীয় লোকজন আসলে তাদের সহায়তায় আসামীদের ধরে থানা পুলিশকে খবর দিলে মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক, উপ-পরিদর্শক মুক্তার হোসেন,এএসআই সাজ্জাদ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং অটোরিকসা টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন রাজশাহী বোয়ালিয়া থানার বাবর আলী সড়ক তালাইমাড়ি সিদ্দিক আলীর ছেলে সৈকত আলী (২২), তারাজন শেখ এর ছেলে তরিকুল ইসলাম আকাশ (২১) ও উপজেলার টাংগন গ্রামের রিপন সর্দারের ছেলে সিফাত আহম্মেদ রিজভী (২০)।
এবিষয়ে মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,একটি ছিনতাই চক্র যাত্রী হয়ে অটোরিক্সা ভাড়া মিটিয়ে তালতলা নামক স্থানে যাবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং ব্যাটারী চালিত অটোরিক্সাটি উদ্ধার করে। এই ব্যাপারে থানায় একটি ছিনতাই মামলা হয়েছে। শুক্রবার (০৭/মার্চ ২৫ইং) সকালে তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।

মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ 
০১৭৪৪৩১৫৩৮৬

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments