মামুন উর রশিদ রাসেল বিশেষ প্রতিনিধি:- রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন আগামী জুনের মধ্যে চিলাহাটি-ঢাকা রুটে আরো একটি নীলসাগর ট্রেন চালু এবং চিলাহাটি-মংলা রেলপথ ব্যবহারের উপযোগী করা হবে। এরফলে এই পথ দিয়ে ভারত, নেপাল ও ভুটান বাংলাদেশ যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে। রবিবার নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে ষ্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী দুপুরে চিলাহাটি রেলষ্টেশন পরিদর্শন এসে ১৪০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মান কাজের অগ্রগতি দেখেন এবং রেলের জমি সমস্যার সমাধান করে দ্রুত কাজ করার নির্দেশ প্রদান করেন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহিমসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তা,স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকর প্রশ্নের জবাবে বলেন বর্তমানে যে নীলসাগর ট্রনটি চলছে তাতে আরা ৫টি বগি সংযাজন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে । এত করে এই জেলার যাত্রীদের চাপ অনেকটা কমবে। তিনি বলেন মিতালী এক্সপ্রস ট্রেন চিলাহাটি থেকে যাত্রী উঠানামা করার মতো অবকাঠামা নেই তাই চালু করা সম্ভব হচ্ছেনা। তবে অল্প সময়র মধ্য ইমিগ্রেশন চালু করবেন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।