মোঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি
টাংগাইল মধুপুরে চাঁদপুর রাবার বাগানের( অস্থায়ী ক্যাম্প জিগাতলা ) চুরি হওয়া কাঁঠাল গাছের সন্ধান মিলেনি দীর্ঘ ৬ মাসেও। পিচ মিল টেপার গণ মাঠ কর্মী
মোজ্জামেল হক জানালেও বিষয়টি এড়িয়ে যায়।
পিচমিল টেপার ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি
মোঃ বাচ্চু মিয়া জানান ৬ মাস পর চুরি হওয়া কাঠাল গাছটি কাঠমিস্ত্রী ছোহরাব আলীর দোকানে (ভুটিয়া চৌরাস্তা বাজার) পাওয়া যায়।
মিস্ত্রি রমজান আলী জানান, মাঠ কর্মী মোজাম্মেল হক ফার্নিচার বানানোর জন্য কাঁঠাল কাঠ রেখে যায়।
পিচ টেপার মিলের পক্ষ থেকে চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক বরাবর তা সম্পর্কে অভিযোগ দায়ের করেন।
শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক ফজলু মিয়া জানান, ইতিপূর্বে মাঠ কর্মী মোজাম্মেল হকের অসংখ্য
দূর্নীতি ধরা পড়েছে( রাবার গাছ কেটে লাকড়ি বিক্রি করা, রাবার বাগানের জমিতে আনারস ও কলা গাছ লাগানো)।
এলাকাবাসি ও পিচ মিল টেপার গণ এর সুষ্ঠু বিচারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।