তিন প্রতারক /চোর এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভিতর থেকে থেকে গ্রেফতার করা হয়। আসামিদের নিকট থেকে চেতনা নাশক ঔষধ ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। ইংরেজি ২৭/৫/২৪ তারিখ সন্ধ্যার পূর্বে তাদেরকে গ্রেফতার করা হয়। অন্যান্য সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা ১)জুয়েল (৪৯)পিতা মোঃ সাদেক আলী বাড়ি বলদিয়া পুকুর থানা দিনাজপুর সদর জেলা দিনাজপুর ২)মো মানিক (৪৩)পিতা মৃত আসমত শেখ বাড়ি দরগা থানা সালথা জেলা ফরিদপুর ৩)মোহাম্মদ আসলাম খান (২৩)পিতা মোহাম্মদ আক্কাস খান বাড়ি জামিরতা থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।