মো: সোহরাওয়ার্দী হোসেন, ভাম্যমান প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ চৌহালীতে ফেরার প্রাইস (ন্যায্যমূল্যের) কার্ড ও চাউল বিতারণে অনিয়ম করেছেন ডিলার শাহ্আলম মোল্লা। এলাকাবাসী সূত্রে জানা যায় তার নামে একাধিক কার্ড রয়েছে। তার বড় ভাই লাংঙ্গলমুড়া ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বর মোঃ শাহাদৎ মোল্লা, বড় ভাই ধনাঢ্য শাহজাহান আলী, আরেক বড় ভাই মতিয়ার রহমান মোল্লার নামেও কার্ড রয়েছে, উভয়ের পিতার মোঃ আব্দুস সোবাহান মোল্লা। তারা সমাজের প্রভাবশালী হওয়ায় বিভিন্ন অনিয়ম করে আসছে বলে জানান এলাকার সাধারণ মানুষ। তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায়না এলাকাবাসী।
এলাকাবাসী এই অনিয়মের সুস্থ তদন্ত করে বিচার দাবি জানিয়েছেন। চৌহালী উপজেলা খাদ্য কর্মকর্তা অফিস সহকারী মিজান জানান, বিষয়টি সত্য ৩০ টাকা করে বেশি নিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান।
এ ব্যাপারে ডিলার শাহআলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার ভাইয়ের নামে কার্ড আছে তবে মেম্বর হওয়ার আগে হয়েছে এবং সঠিক নিয়মেই কার্ড করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমর বিরুদ্ধে অপ্রচার করা হচ্ছে বলে জানান। এ বিষয়ে স্থল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন ঘটনা সত্য এলাকার ভুক্তভোগীদের মুখে শুনেছি টাকা বেশি নিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।