মোহাম্মদ সুজন আলী জানান, তার আপন বড় ভাই মোঃ সুলতান (৬০)পিতা মৃত উঁচুম উদ্দিন সাং পশ্চিমপাড়া রাজাপুর মাসুয়াকান্দি ডাকঘর -বহুলী থানা ও জেলা- সিরাজগঞ্জ। ছোট ভাই সুজন জানান, তার আপন খালু মোহাম্মদ সাঈদ ৭০ এর চক্রান্তে বড় ভাই মোঃ সুলতান ছোট ভাইয়ের সাথে প্রতারণার মাধ্যমে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও বড় ভাই সুলতান ও সাঈদ চক্রান্ত করে ৫ বিঘা জমি নিজ নামে একে ফাঁকি দিয়ে রেজিস্ট্রি করে নেয়। এ বিষয়ে কেন্দ্র করে নিকটস্থ সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করা হয়। অভিযোগ দায়ের করার পর সদর থানার সুযোগ্য সুদক্ষ অফিসার ইনচার্জ মহোদয় বিষয়টি তৎক্ষণাৎ ভাবে দেখভাল করেন, অভিযোগের তারিখ, ১১ /৮/২০২৩। সুজন আলী জানান, তার আপন খালু মোহাম্মদ সাঈদ সমস্ত চক্রান্তের মূল হোতা, তিনি আইনের কাছে সহযোগীদের জন্য আবেদন করেছেন, যেন তার ন্যায্য অধিকার ফিরে পেতে পারে, সুজন এবং সুলতানে মা এখনো জীবিত আছে, কিন্তু মায়ের দেখভাল মোঃ সুজন করেন, মায়ের কাছে জিজ্ঞাসাবাদ করলে, বড় ছেলে তার সাথে যে প্রতারণা করেছে তার সমাজে মানুষের কাছে তিনি বয়ান করেছেন । অভিযুক্ত কারীর নাম মোহাম্মদ সুলতান মোহাম্মদ সাঈদ সামিনা, গ্রাম সেলনদা ডাকঘর শিয়াল খোল থানা ও জেলা সিরাজগঞ্জ। বহুলি ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন এ বিষয়টি তিনি দেখভাল করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।