মোঃমিজানুর রহমান নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় ১৮০ (একশত আশি )বোতল ফেনসিডিলসহ- ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (পহেলা এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভার দুন্দীবাড়ী-চাওড়াডাঙ্গী গামী চকচকার দোলা ছোট সাইপোন হতে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ ১৮০ (একশত আশি ) বোতল ফেনসিডিল জব্দ করা হয়।যাহার অনুমানিক মূল্য-২৭০,০০০/= (দুইলক্ষ সত্তর) হাজার টাকা।আটককৃক্ত ব্যক্তি হলেন পাশ্ববর্তী ডিমলা উপজেলার উত্তর সোনাখুলীর মিলন পাড়ার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ মইনুল হক (৩৫)। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান,গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দুন্দীবাড়ী-চাওড়াডাঙ্গী গামী চকচকার দোলা ছোট সাইপোন হতে বিশেষ কায়দায় তৈরি বস্তার ন্যায় ব্যাগে ১৮০ (একশত আশি ) বোতল ফেনসিডিল সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়।এই ঘটনায় জলঢাকা থানায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) /৪১ রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে জলঢাকায় অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।