বিশেষ প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক - ২০২৩ পেলেন ডোমারের শিক্ষক দম্পত্তির কন্যা মুসাফ্ফা কবীর। বুধবার বিকেলে ডোমার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে মুসাফ্ফা কবীরের হাতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের ক্রেষ্ট তুলে দেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও নাজমুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান ও ইউনিট লিডার নাজিরা আক্তার ফেরদৌসী চৌধুরী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গত ৪জুন পিটিআইতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মুসাফ্ফা কবীর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক - ২০২৩ (কাবিং বালিকা) শিশু ইভেন্টে (বালিকা) খ গ্রপে শ্রেষ্ঠ কাব (প্রথম স্থান) নির্বাচিত হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি'র হাত থেকে প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত উপস্থিত ছিলেন। এছাড়া আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ রংপুর বিভাগের শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়। মুসাফ্ফা কবীর ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একেএম মোস্তফা কবীর ডোমার ইসলামিয়া ফাযিল মাদরাসার সিনিয়র প্রভাষক (ইংরেজি) এবং মা ইলোরা জাহান শালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মুসাফ্ফা কবীর ওই শিক্ষক দম্পত্তির প্রথম সন্তান। এর আগে কাব শাখা/২১ এ লিখিত ও মৌখিক পরীক্ষায় জাতীয় পর্যায়ে ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করে।#####ছবির ক্যাপশন- প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত ডোমারের মুসাফ্ফা কবীর। #ডোমারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সফিয়ার রহমান রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট - ২০২৩ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামিরবাড়ী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-৭ গোলে পরাজিত করে দক্ষিণ আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং পশ্চিম সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান, সহকারী শিক্ষা অফিসার আব্দুস ছামাদ, নজরুল ইসলাম, সুদীপ চন্দ্র শর্মা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।