জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল/২০২২ অবিলম্বে পাস করার দাবিতে শেরপুরে মানববন্ধন-

ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টার, ময়মনসিংহ,
তাং ২১ মার্চ ২০২৪ খ্রী.

শেরপুরে BDERM জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০২৪ পালিত।

আজ ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আদায় আন্দোলন (BDERM) শেরপুর জেলা শাখার উদ্যোগে শেরপুর শহরের সজবরখিলা, সাতানীপাড়া বউবাজারে বিকেল ৩.০০ টায় ( জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়)।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে ০৮দফা দাবি ও মহান জাতীয় সংসদে উত্থাপিত বর্ণ বৈষম্য বিলোপ আইন পাশ করার দাবীতে বক্তব্য প্রদান করেন…
(BDERM) শেরপুর জেলা শাখার সন্মানিত সভাপতি সুভাষ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিদ্বান বিশ্বাস, প্রচার সম্পাদক রানী ঋষি।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন (BDERM) শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিদ্বান বিশ্বাস।
সার্বিক সহযোগিতায়- নাগরিক উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here