বিশেষ প্রতিনিধি
জাতীয় স্লোগান "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,ও সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়াই ব্যানারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ১১টি (মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ) শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানার দেখে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা । এছাড়াও নেতাকর্মীদের অনেকই এমন ব্যানারে অনুষ্ঠান করা ঠিক হয়নি বলে মন্তব্য প্রকাশসহ দুঃখ প্রকাশ করেন।
গের মঙ্গলবার (২৩ মে) গোমস্তাপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এগারোটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান ভবনগুলোর উদ্বোধন করেন। রহনপুর পিএম আইডিয়াল কলেজে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান,চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন,জেলা পরিষদের সদস্য ও মহিলা লীগ নেত্রী সাবিহা শবনম কেয়া,আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়ালসহ অন্যরা।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ,এ সকল অনুষ্ঠানের ব্যানার সাধারণত আয়োজকরা তৈরি করা হয়ে থাকে ।
এ বিষয়ে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আয়োজক মাত্র, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের নির্দেশনায় ব্যানারটি তৈরি করা হয় ।
এ প্রসঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমানের সাথে,একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি ।
উল্লেখ্য,অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত গোমস্তাপুর উপজেলার এগারোটি ভবনের মধ্যে রয়েছে,খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভিতবিশিষ্ট ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ,রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ভবনের ২য়,৩য় ও ৪র্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ,আলীনগর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ,চেরাডাঙ্গা বয়েজ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন,প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন,বেগুনবাড়ি বিআইবি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন,বোয়ালিয়া বইরতলা দাখিল মাদ্রাসার ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন,বেগমনগর দাখিল মাদ্রাসার ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন,গোমস্তাপুর আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভিতবিশিষ্ট ৪ তলা ভবন ও জনতা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভিতবিশিষ্ট ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।