মোঃ নাজমুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
জাপান প্রবাসীদের আর্থিক সহযোগীতায় দুই শতাধিক অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী শিশুদের মাঝে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১ টায় পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে নিজস্ব বাসভবনে প্রফেসর ড. জাকির হোসেন'র সহযোগিতায় ও মোঃ আজমল হোসেন (রতন) এর সার্বিক তত্ত্বাবধানে এ আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে প্রতিটি পরিবারের মাঝে ২০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবণ, সেমাই, চিনি ও তেল প্রদান করা হয়।
এই মানবিক ও মহতী উদ্যোগে যে সকল প্রবাসীরা অর্থ সহায়তা প্রদান করেছেন তারা হলেন, প্রফেসর ড. জাকির হোসেন, আজাদ মুন্সী, মিজানুর রহমান, আমিনুল আলম ইমন, শাহরিয়ার হোসেন, জামান, জুয়েল আব্দুল হান্নান, শাহিন মিজানুর রহমান, এ কে এম কবির, সাজ্জাদ খান, মুন্নি, নার্গিস আইরিন, সালমা শিরিন, শামীম আরা, সুমন জাহেদী, রাফাত ইব্রাহিম, ইকবাল চৌধুরী, রাজন, রানী, সোনালী, জামি মাশরিফ ও আসাদ জামান।
আফজাল হোসেন রতন বলেন, “জাপান প্রবাসী ভাই-বোনদের আত্মীক সহয়তায় প্রতি বছরের ন্যায় এবারও অসহায় ও প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। ঈদের আগে এই সহায়তা তাদের মুখে হাসি ফুটিয়েছে, এটাই আমাদের প্রাপ্তি।”প্রবাসীদের এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের জীবনে স্বস্তি এনে দেয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে বলে আশা করা যায়।
উপহার পেয়ে এক বৃদ্ধা বলেন, “প্রতিবছর ঈদের সময় আমাদের জন্য কেউ না কেউ এগিয়ে আসে। এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।”
এক প্রতিবন্ধী শিশু বলেন, ঈদকে সমানে রেখে আমরা যে নগদ টাকা ও খাদ্য সামগ্রী পেয়েছি তাতে আমরা স্বাছন্দে পরিবার নিয়ে ঈদ পালন করতে পারবো।
অনুষ্ঠানে সাংবাদিক পায়েল হোসেন, রিন্টু, ফজলু মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আলিভ, অর্কসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।