ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টার ময়মনসিংহ,
তাং ১১ অক্টোবর ২০২৩ খ্রী.
"শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা '২০০৬ এর বিধিমালা লংঘনের দায়ে আজ বুধবার (১১ অক্টোবর ২০২৩ খ্রী.) জামালপুর সদর উপজেলার ডাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ।
মোবাইল কোর্টে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৩ (তিন) জন ট্রাক চালককে মোট ৪৫০০/- টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয় ।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও সার্বিক সমন্বয় করেন সুকুমার সাহা, সহকারী পরিচালক, জামালপুর।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।