মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর উদ্যোগে জুড়ী শহরে দুইদিনব্যাপী ২৫ ও ২৬ সেপ্টেম্বর বুধ ও বৃহস্পতিবার।অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় নাইট চৌমুহনা থেকে শুরু করে শহরে পোস্ট অফিস রোড এবং নিউমার্কেট সামনে অবৈধ ফুটপাতের দোকানপাট, সিএনজি স্ট্যান্ড সরিয়ে দেয় প্রশাসন। এতে এক দিকে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে অন্য দিকে দুঘর্টনা সহ চরম দূর্ভোগ নিয়ে শিক্ষার্থী ও পথচারী চলাচল করতে হচ্ছে।
দ্রুত ব্যবসায়ীদের বাজারের নিদিষ্ট স্থানে নিয়ে পূর্ণবাসনের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি, সচেতন মহল সহ ভুক্তভোগী জনসাধারণ।
তবে কতৃপক্ষ ব্যবসায়ীদের পূর্ণবাসনের আশ্বাস
দিয়েছেন,কামিনীগঞ্জ লামাবাজারে ব্যবসা করতে বলা হয়েছে।
জুড়ী কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ
সাইদুল ইসলাম শিমুল বলেন, অভিযানের কারনে বেশ কিছু ব্যবসায়ী কামিনীগঞ্জ লামাবাজারে ব্যবসা করতে শুরু করেছে,অভিযানের কারনে কামিনীগঞ্জ লামা বাজার পুরনো যৌলস ফিরে পেতে চলেছে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার, বাবলু সূত্রধর বলেন, ব্যবসায়ীদের কামিনীগঞ্জ লামা বাজারে নেওয়ার জন্য প্রশাসন ও যৌথ বাহিনীর উদ্যোগ অভিযান করা হয়েছে।অভিযানের পর যারা অবৈধভাবে ফুটপাতে ব্যবসা করবে, তাদেরকে জেল জরিমানা ও আইনের আওতায় আনা হবে।