মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার জুড়ীতে পরিবেশ আইন অমান্য করে অবাধে টিলা কেটে সাবাড় করছে এক শ্রেণীর অসাধু ব্যক্তি। ঘর বাড়ি নির্মানের অজুহাতে প্রতিননিয়ত টিলা কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে।
সরেজমিন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা এলাকায় গিয়ে দেখা যায়, মোঃ আনসার আলীর ছেলে সাজু মিয়া টিলার মাটি ও পাথর বিক্রি করছেন। প্রতি ট্রাক মাটি ২০০০/ থেকে ২৫০০ টাকা দামে বিক্রি করছেন
স্থানীয়রা অভিযোগ করে বলেন, টিলার মাটি কেটে নেওয়ার ফলে পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি ঝুঁকিতে রয়েছে। যে কোন সময় মাটি ভেঙ্গে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
অভিযুক্ত সাজু মিয়া বলেন, বাড়ির আঙ্গিনা বড় করার জন্য টিলার মাটি কাটছেন। নিউজ করে আমার কিছু হবে না, পরিবেশ অধিদপ্তর ও উপর মহলে কথা বলে সবটিক করে মাটি কাটা হচ্ছে।
জানা গেছে টিলার মাটি কিনে নিয়ে যাচ্ছেন কামাল আহমদে নামের এক গাড়ির চালক (নং ঢাকা মেট্রো, ১৮- ৭৫ ৮৬) ।গাড়ি চালক কামাল বলেন, আমি গরিব মানুষ আমার টাটা পিকআপ গাড়ি দিয়ে মাটি কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করি।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাইদুল ইসলাম বলেন, তদন্ত করে টিলাকাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।