Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeE-Paperজুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীরের শপথ গ্রহণ সম্পন্ন

জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীরের শপথ গ্রহণ সম্পন্ন

মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ীতে সদর ৫ নং জায়ফর নগর ইউনিয়ন জামায়াতের আমীর নির্বাচন ও টিম সদস্য মনোনয়ন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার জায়ফরনগর ইউনিয়ন রোকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধায় উপজেলার সদরের স্থানীয় একটি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, উপজেলার সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল কাদির প্রমুখ।

সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য ইউনিয়ন আমীর নির্বাচিত হয়েছেন এডভোকেট শাখাওয়াত হোসাইন।
পূর্বে তিনি পশ্চিম জুড়ী ইউনিয়ন সভাপতি এবং জায়ফরনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক,মৌলভীবাজার জেলা ছাত্রশিবির ছাত্রকল্যান সম্পাদন, জুড়ী উপজেলা শিবির সভাপতি, ছাত্রশিবির জুড়ী সরকারী কলেজ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নব নির্বাচিত ইউনিয়ন আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইনকে গঠনতন্ত্রে উল্লেখিত শপথ পাঠ করান জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে আব্দুস ছাত্তার-কে সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হয়।
তিনি ইতি পূর্বে জামায়াতে ইসলামী জায়ফরনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ছাত্রশিবিরের জুড়ী উপজেলার সভাপতি,জেলা কলেজ কার্যক্রম সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।সদস্যদের মধ্য থেকে ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হিসাবে ৪জন সদস্য মনোনয়ন করা হয়েছে।

তারা হলেন- মাওলানা শামসুল ইসলাম, আব্দুস ছাত্তার, আলমগীর হোসাইন, রফিকুল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments