মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ৭টা ৪৫ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলা বিওপির একটি টহলদল পূর্ব কোনাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় পাঁচশত গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ৩৩ সিএফটি কালাউজা ও লাঠিম কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন—বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক, অবৈধ কাঠ পাচারসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের নিয়মিত অভিযান আমাদের সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করছে।
সীমান্তকে নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের সহযোগিতা পেলে অবৈধ কাঠ পাচারসহ সব ধরনের চোরাচালান কার্যক্রম আরও কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।