মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়কালে দুই যুবককে আটক করে। ১/ছবি লাল রিকমন (৩০)পিতা পাটাদার রিকমন কৃষ্ণনগর ।২,সবুজ নায়েক ১৮ বছর ৫ মাস,পিতা সলিন নায়েকের ছেলে সহ দুই মাদক ব্যবসায়িকে( মঙ্গলবার ২৪ ডিসেম্বর) আটক করেছে বিজিবি। এসময় তাদের পকেট তল্লাশি করে (১৮ পিছ) ইয়াবা ট্যাবলেট সহ গাঁজা উদ্ধার করা হয়েছে, ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। আটক ছবি লাল রিকমন কৃষ্ণনগর গ্রামের পাটাদার রিকমনের ছেলে দ্বিতীয়জন সবুজ নায়েক ধামাই চা বাগানের সলিন নায়েকের ছেলে । সকালে বিজিবি তাদের কে জুড়ী থানায় সোপর্দ করেছে। এব্যাপারে তার বিরুদ্ধে বিজিবি ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১)এর ১০ (ক) ৪১/১৯/(ক) দ্বারা অপরাধে থানায় মামলা করেছে।জানা গেছে, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জুড়ী বিওপির নায়েক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলটিম ধামাই চা বাগান নামক স্থান থেকে বিজিবি তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, আটক মাদক ব্যবসায়িদের কে সকালে জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বিজিবির নায়েক আলমগীর হোসেন বাদী হয়ে জুড়ী থানায় মামলা করেন৷ জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুর্শেদুল আলম ভূঁইয়া জানান, মামলা রেকর্ড হয়েছে আসামিদের কে আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।