মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ রাজকী বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অদ্য ২৪ মার্চ সোমবার আনুমানিক ১০টা ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার জুড়ী থানার চুংগাবাড়ী রোড নামক স্থানে অভিযান পরিচালনা করার সময় একটি সিএনজিযোগে ০৩ (তিন) জন ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় টহলদল সিএনজিটিকে থামানোর সিগন্যাল দেয়। এমতাবস্থায়, সিএনজি চালক দূর হতে টহলদলের উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে পালানোর চেষ্টার প্রাক্কালে টহলদল ০২ (দুই) জনকে আটক করতে সক্ষম হয়।ফুলতলা ইউনিয়নের মতিনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে ইমরান আহমদ ( ২০)
মতিনপুর গ্রামের আশাবুর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন( ৩০) এবং অপর ০১ (এক) জন পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল আটককৃত যাত্রীসহ সিএনজিটিকে তল্লাশী করে আকটকৃত ব্যক্তিদের পরিহিত প্যান্টের পকেট হতে ০১ প্যাকেট করে ০২টি প্যাকেট এবং সিএনজির সীটের নীচ হতে আরও ০৩ প্যাকেটসহ সর্বমোট ০৫ টি কালো পলিথিনের প্যাকেট জব্দ করে। এ ক্ষেত্রে স্থানীয় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে প্যাকেটগুলো খোলা হলে উক্ত প্যাকেটগুলোতে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ইয়াবা ট্যাবেলট গণনা করে ৮৭১ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে বিজিবির হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক বলেন, ‘‘সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে’’।
তিনি আরও বলেন ‘‘মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগীতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, মাদক চোরাচালান বা অন্য যে কোন অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে অবহিত করতে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির এই কার্যক্রম সীমান্ত নিরাপত্তা এবং দেশের মাদকবিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভূমিকা রাখবে।