মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি,র আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায়,(সোমবার ৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে,বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম এর দিক নির্দেশনায় ।
বিজিবি জুড়ী বিওপির টহল কমান্ডার, নায়েক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলটিম ছোট ধামাই চা বাগান নামক স্থান থেকে বিজিবি,আগর গাছ সহ বিভিন্ন প্রকার অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়েছে। সর্বমোট সিজার মূল্য ৫,৪২৫০ টাকা, উল্লেখিত মালামাল জুড়ী বন বিভাগ ফরেস্ট অফিসে জমা করা হয়েছে।
স্থানিয় লোকজন জানান,জুড়ী বিজিবি'র এসকল আভিযানিক কার্যক্রমের জন্য, জুড়ী বিজিবি প্রশংসার দাবিদার।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান,সীমান্ত সুরক্ষায় বিজিবি সার্বক্ষণিক বিশেষ ভাবে নজরদারিতে রয়েছে।আগর একটি জিআই প্রোডাক্টস দেশের বাহিরে বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে।বাংলাদেশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পেয়ে থাকে।আগর গাছ দশ বছর বয়সে বিক্রি করলে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়,ছোট ছোট আগর গাছ কেটে বিক্রি করে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না।স্থানীয় কিছু কুচক্রী মহল নিজেদের ফায়দা হাসিলের জন্য অবৈধভাবে আগর কেটে বিক্রি করছেন এতে করে বৈধ আগর ব্যবসায়ীদের ভারসাম্যতা নষ্ট হচ্ছে।একই সাথে পরিবেশের ও ভারসাম্য নষ্ট হচ্ছে।এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।