মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি,র আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায়,(শনিবার ১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে,বিজিবি-৫২ ব্যাটালিয়নের মেজর এ বি এম শাহরিয়ার সুমন অতিরিক্ত পরিচালক (অপারেশন)ভারপ্রাপ্ত অধিনায়ক এর দিক নির্দেশনায় বিজিবি জুড়ী বিওপির টহল কমান্ডার, নায়েক,সুদেবার মোঃ আবুল হাসেম ও নায়েক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলটিম জামকান্দি নামক স্থান থেকে বিজিবি,অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়েছে। সর্বমোট সিজার মূল্য,৩ লক্ষ ৩০ হাজার ৯৫০ টাকা, উল্লেখিত মালামাল জুড়ী বন বিভাগ ফরেস্ট অফিসে জমা করা হয়েছে।
স্থানিয় লোকজন জানান,জুড়ী বিজিবি'র এসকল আভিযানিক কার্যক্রমের জন্য, জুড়ী বিজিবি প্রশংসার দাবিদার।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)মেজর এ বি এম শাহরিয়ার সুমন, অতিরিক্ত পরিচালক (অপারেশন)ভারপ্রাপ্ত অধিনায়ক জানান,সীমান্ত সুরক্ষায় বিজিবি সার্বক্ষণিক বিশেষ ভাবে নজরদারিতে রয়েছে।
চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।