মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি,র আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায়,(সোমবার ১৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে,বিজিবি-৫২ ব্যাটালিয়নের মেজর এ বি এম শাহরিয়ার সুমন অতিরিক্ত পরিচালক (অপারেশন)ভারপ্রাপ্ত অধিনায়ক এর দিক নির্দেশনায়,বিজিবি জুড়ী বিওপির টহল কমান্ডার, নায়েক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলটিম জামকান্দি নামক স্থান থেকে বিজিবি,অবৈধ আগর গাছ ২টি গাড়িসহ ৩ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। সর্বমোট সিজার মূল্য ৪২ লক্ষ ২,হাজার ৩২০ টাকা, বিবাদীরা হলেন,১/বড়লেখা উপজেলার গঙ্গারজল গ্রামের মৃত তৌহিদ আলীর ছেলে মোঃ জিয়া উদ্দিন (৪৫)
২।বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের মৃত হারিস আলীর ছেলে মোঃ হাছান আহমদ(৩০)
৩।বড়লেখা উপজেলার দুয়ালীয়া গ্রামের মৃত সৌয়েক আলীর ছেলে মোঃ জসিম আহমদ(২৭)সহ উল্লেখিত মালামাল গাড়িসহ ৩ জন আসামীকে জুড়ী বন বিভাগ ফরেস্ট অফিসে জমা করা হয়েছে।
জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন বলেন,জুড়ী বিজিবি অবৈধ আগর গাছ ও ২ টি ডিআই গাড়িসহ ৩ জন আসামিকে রেঞ্জ অফিস জমা দিয়েছে, আগামীকাল তাদের কে আদালতে প্রেরণ করা হবে।
স্থানিয় লোকজন জানান,সীমান্ত সুরক্ষাসহ আইনশৃঙ্খলা রক্ষায় এবং বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ দেশগঠনমূলক বিভিন্ন কাজে বিজিবির ভূমিকা প্রশংসার দাবিদার।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের মেজর এ বি এম শাহরিয়ার সুমন অতিরিক্ত পরিচালক (অপারেশন)ভারপ্রাপ্ত অধিনায়ক জানান,সীমান্ত সুরক্ষায় বিজিবি সার্বক্ষণিক বিশেষ ভাবে নজরদারিতে রয়েছে।আগর একটি জিআই প্রোডাক্টস দেশের বাহিরে বিভিন্ন দেশে রপ্তানি হয়ে বাংলাদেশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পেয়ে থাকে।আগর গাছ দশ বছর বয়সে বিক্রি করলে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়,ছোট ছোট আগর গাছ কেটে বিক্রি করে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না।স্থানীয় কিছু কুচক্রী মহল নিজেদের ফায়দা হাসিলের জন্য অবৈধভাবে আগর কেটে বিক্রি করছেন এতে করে বৈধ আগর ব্যবসায়ীদের ভারসাম্যতা নষ্ট হচ্ছে।
একই সাথে পরিবেশের ও ভারসাম্য নষ্ট হচ্ছে।
এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।