মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার - ফুলতলা রোডের সমাই বাজারের বেইলি ব্রীজ ভেঙ্গে যাওয়ায় প্রধান সড়ক দিয়ে জুড়ী-ফুলতলার মানুষ যাতায়াত বন্ধ হওয়া কারনে মানুষের নানা ভোগান্তি দেখা দিয়েছে । সরজমিনে জানা যায় গত ১০ মার্চ বৃহস্পতিবার রাতে একটি ইটবাহী ট্রাক ব্রীজ পারাপারের সময় ব্রীজ টি ভেঙ্গে নিচে পড়ে যায়।হযরত শাহ নিমাত্রা (রঃ) আলাইহির তিন দিনব্যাপী বাৎসরিক ওরুসকে সামনে রেখে ব্রীজ টি ভেঙ্গে যায় এতে জনমনে ভোগান্তি দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।