Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeUncategorizedজুড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দায়িত্বহীনতার চিত্র

জুড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দায়িত্বহীনতার চিত্র

মৌলভীবাজার প্রতিনিধি)
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দায়িত্বহীনতার চিত্র ধরা পড়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্ধারিত সময় উপেক্ষা করে, অনেক শিক্ষকই নিজের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা–যাওয়া করছেন।

শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশা রানী দেবী সকাল ৯টা ৩২ মিনিটে এবং সহকারী শিক্ষক রুহানা আক্তার সকাল ৯টা ২০ মিনিটে প্রবেশ করেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় উপস্থিত তাকার কথা।

কাপনাপাহাড় চা–বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার নাথ সকাল ৯টা ৪০ মিনিটে এবং সহকারী শিক্ষক জনি দে সকাল সাড়ে ৯টায়,এবং সহকারী শিক্ষক আসিদা বেগম সকাল ৯ টা ৪০ মিনিটে প্রবেশ করেন।প্রধান শিক্ষক হয়ে উপজেলা শিক্ষা অফিসে দীর্ঘদিন থেকে অফিস সহকারীর কাজ করে আসছেন।

এছাড়াও হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৩টা ২০ মিনিটে গিয়ে দেখা যায় বিদ্যালয় তালাবদ্ধ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ—শিক্ষকদের এ ধরনের অবহেলায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাস চৌধুরী জানিয়েছেন, এ অনিয়মের বিষয়ে তারা অবগত আছেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments