মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জুড়ীতে সোমবার সকাল ১০টার দিকে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রর উপের ২য় তলার ছাদ থেকে লিফটার পড়ে মাথায় ১২ টি সেলাই লাগে
খোঁজ নিয়ে জানা যায়, ২ বছর আগে জুড়ী প্রকৌশলী অধিদপ্তরের অধীনে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। মেসার্স সুমি কনট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের কার্যাদেশ পায়। সুমি কনট্রাকশন স্বত্বাধিকারী মোঃ কামরুল ইসলাম কাজ শুরু করেন ২ বছর আগে এই কাজের পিডিপি ৪ এর। কিন্তু এই নির্মাণ কাজের কোন ধরনের নিরাপত্তা বেষ্ট নি এবং নির্মাণ কাজের শ্রমিকদের মধ্যে কোন ধরনের নিরাপত্তা বেষ্ট নি নাই৷ গত সোমবার সকাল ১০টার দিকে তৃতীয় শ্রেণীর এক ছাত্র আব্দুল খালেকের ছেলে আল আমিন আহমদ পানি পান করতে গিয়ে দ্বিতীয় তলার ছাদ থেকে লিফটার পড়ে মাথায় আঘাত লাগে মাথা ফেটে যায় এবং ১২ টি সেলাই লাগে
২ বছর থেকে তদারকি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারের লোকজন নিজেদের ইচ্ছেমতো কাজ করেছেন। বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ লিফটার পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে ফোন রিসিভ করেন নাই
জুড়ী উপজেলার ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজটি দরপত্রের মাধ্যমে পেয়েছিলেন জুড়ীর ঠিকাদার রুসমত আলম, পরে ইজিপি সন্ত্রাস করে কাগজ গোপন করে কাজটি নিয়ে যায় কুলাউড়ার ঠিকাদার কামরুল ইসলাম ফান্ড আসলে এম বি লেখার পর কাজ ধরে দ্রুত বিল তুলে টাকা নিয়ে যায়৷ সে জুড়ীকে অভয়াশ্রম পেয়েছে তার সকল কাজ দ্রুত তদন্ত করা জরুরী ২য় তলার উপর থেকে ছাত্ররের উপরে লিফটার পড়ে যদি মারা যেত তখন কি অবস্থা হতো তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি
এ বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী ওহিদুল ইসলাম বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা প্রথম আলোর সাংবাদিক কল্যাণ প্রসন চম্পুর সাথে যোগাযোগ করেন তিনি জানেন, কল্যাণ প্রসন চম্পুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন তারা কেন আমার নাম বলে আমি জানিনা।
অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার সুমি কনট্রাকশন স্বত্বাধিকারী মোঃ কামরুল ইসলাম
এবিষয়ে জানতে চাইলে জুড়ী উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ মুঠোফোনে ঘটনার সততা স্বীকার করে বলেন ছাত্রের চিকিৎসার যাবতীয় খরচ আমরা বহন করব।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।