Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Homeবাংলাদেশজুড়ী থানায় অপহরণ মামলার ৭২ ঘন্টার মধ্যে ঢাকা থেকে দুই আসামি গ্রেফতার

জুড়ী থানায় অপহরণ মামলার ৭২ ঘন্টার মধ্যে ঢাকা থেকে দুই আসামি গ্রেফতার

মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার জুড়ীতে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলার প্রধান আসামি জুয়েল আহমদ (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। প্রধান আসামি জুয়েল বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে। এ সময় ১৫ বছরের ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম বার নির্দেশে ও এসআই খসরুল আলম বাদল নেতৃত্বে এএসআই মহিউদ্দিন ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে অপহরণ মামলার আসামি জুয়েল আহমেদ কে গ্রেফতার করেন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)। অপহরণে সহায়তা করেন জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে রুসন মিয়া (৫৫)। পরে ওই কিশোরীর চাচা বাদী হয়ে জুড়ী থানায় দুই জনকে আসামি করে  নারী নির্যাতন ও শিশু নির্যাতন এবং অপহরণে সহায়তা ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৯, তারিখ ২৫.০৮.২০২৩। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রোসন মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এ দিকে ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেফতার করতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদলের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডিএমপি ঢাকার শাহবাগ থানা পুলিশের সহায়তা ঢাকা আশুলিয়া থানাধীন
চাঁনগাঁওস্হ ইমাম উদ্দিন এর ভাড়াটিয়া বাসা থেকে মামলা সংক্রান্তে অপহরনকারী ১ নং আসামি জুয়েল আহমেদকে গ্রেফতার করেন ওই ভিকটিমকে উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার করেন

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments