মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈবুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজ মাঠে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিতে খেলোয়াড়দের কে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ (শনিবার ১৭ সেপ্টেম্বর)
জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমির সিনিয়র প্লেয়ার এহসানুল আম্বিয়া সোহান বলেন, একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া খুদে খেলোয়াড়েরাই একদিন দেশ-বিদেশে নাম ছড়িয়ে দেবে। ক্রমান্বয়ে নতুন প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হবে। মাদক বা সন্ত্রাসের পথে পা বাড়াবে না একাডেমির খুদে খেলোয়াড়েরা । ২০১২ সালে ক্রীড়া প্রেমী সুলতান হোসেন রাজুর তত্ত্বাবধানে একাডেমি চালু হয়। তখন থেকে খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে আসছে তারা। প্রায় ৩০ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছেন নিয়মিত।
জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিতে অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেন আব্দুল আহাদ, সিপার রেজা (লন্ডন প্রবাসী) মাহবুবুর হাসান সাচ্চু (পর্তুগাল প্রবাসী) সৈয়দ জাহিদুল ইসলাম(,লন্ডন প্রবাসী) কামরুল ইসলাম পলাশ(আমেরিকা প্রবাসী)
কামরুল হাসান(মেম্বার) মামুন আহমেদ (পর্তুগাল প্রবাসী) আব্দুল আউয়াল, জাকির আহমেদ তানিম, মিনহাজ চৌধুরী, জুবেদ আহমদ,মনির আলী,ফারুক সহ অনেকে সহযোগিতা করেন
একাডেমির সিনিয়র প্লেয়াররা হলেন এহসানুল আম্বিয়া সোহান, জাহিদ হাসান এমিল,জাকারিয়া অলিদ,তারেক মাহমুদ,বাহাদর সৌরভ লুৎফুর রহমান, রিয়াদ প্রমুখ৷
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।