মো: সোহরাওয়ার্দী হোসেন ,ভ্রাম্যমান প্রতিনিধি সিরাজগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈঁজুরী ইউনিয়নের সাবেক সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক,জেলার প্রবীণ ও বর্ষিয়ান রুকন হাজী আশরাফ আলী মুন্সির দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার,সকাল ৮টায় মরহুমের নামাজে জানাযা গোপালপুর-পূর্বচর কৈঁজুরী ঈদগাঁহ্
ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পূর্বচর কৈঁজুরী পারিবারিক
কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত
বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহিনুর আলম,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,জেলা নায়েবে আমীর মাওঃ আব্দুস সালাম,শাহজাদপুর উপজেলা আমীর মাওঃ মিজানুর রহমান,বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল,কৈঁজুরী ইউনিয়ন চেয়ারম্যান,আ'লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হেসেন খোকন,জামায়াত নেতা মাওঃ আবুল খালেক,বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ জয়নুল আবেদীন,
শ্রমিক নেতা মাষ্টার আব্দুল খালেক
ও মরহুমের ভাগিনা অধ্যাপক মঈনুদ্দিন প্রমূখ।জানাযার নামাজে ইমামতি করেন;মরহুমের বড় ছেলে প্রিন্সিপাল মাওঃ মোহাম্মদ আলী। জানাযার নামাজে জামায়াত-
শিবির অসংখ্য নেতা-কর্মীসহ দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মুসুল্লি অংশ নেয়। তিনি,
গত বৃহস্পতিবার,রাত্রি পনে ৮ টায়,রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।) তিনি,বেশ কিছু দিন যাবৎ বাঁর্ধক্যজনিত শারিরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ১১০বছর। তিনি,৩ছেলে,৩মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রবীণ এই জামায়াত নেতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় মজলিশে শু'রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,জেলা সেক্রেটারি মাওঃ জাহিদুল ইসলাম,
শাহজাদপুর উপজেলা আমীর মাওঃ মিজানুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাষ্টার আব্দুল মালেক প্রমূখ।
জামায়াত নেতৃবৃন্দ,যৌথ বিবৃতিতে শোক-সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন;দ্বীন প্রতিষ্ঠার কাজে তিনি ছিলেন নিবেদিত প্রাণঃ এক অগ্রসেনানী। দ্বীনের পথে তাঁর সকল খেদমত কবুলিয়াতের মধ্যদিয়ে মহান আল্লাহ্ তাঁকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। নেতৃবৃন্দ,
তাঁর রুহের মাগফিরাত কামনা
করে আন্দোলনের ময়দানে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্বরণ করেন। # ০৯/০৬/২০২৩ ইং
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।