আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থা মধুপুরের পক্ষ থেকে
টাংগাইল মধুপুর নবাগত সিনিয়র সহকারী পুলিশ
সুপার জনাব আরিফুল ইসলাম সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,গত বৃহস্পতিবার ২৬,১২,২৪ইং দপুর ১২টার সময়, নবাগত সিনিয়র সহকারী পুলিশ
সুপারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়, এ-সময় নবাগত সার্কেল অফিসার অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থাকে বাল্যবিবাহ নারী নির্যাতন ও মাদক বিভিন্ন বিষয় সহযোগিতার প্রতিশ্রূতি দেন।এ সময় উপস্থিত ছিলেন অপরাধ পর্যবেক্ষণ মানবাধিকার সংস্থার প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক ডাঃ আঃ রহিম, সভাপতি, সার্জেন গোলাম কিবরিয়া (অবঃ) সহ সভাপতি সার্জেন মোখলেছুর রহমান (অবঃ)সহ সভাপতি,তাসমিন সাদিকা,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সিজন,সাংগঠনিক সম্পাদক, মধুপুর উপজেলা প্রসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক আঃ আজিজ চৌধুরী,তদন্ত কর্মকর্তা ইলিয়াছ হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক, সন্দা সিমসাং।