সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বের ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়।
৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫শ' ৮৯ জন। এর পূর্বের ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ছিলো ২ হাজার ৭শ' ১১ জন।
গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু সহ চলতি বছরে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২শ' ৮৩ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ১ হাজার ১শ' ১ জন ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকা বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৪শ' ৮৮ জন ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এখন পর্যন্ত নতুন আক্রান্ত সহ সারাদেশের হাসপাতাল গুলোতে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেওয়ার সংখ্যা বেড়ে দাড়িয়েছে মোট ৯ হাজার ২শ' ১০ জন। এদের মধ্যে শুধু ঢাকার হাসপাতাল গুলোতে ৪ হাজার ৬শ' ৫০ জন ও ঢাকার বাহিরে সারাদেশে ৪ হাজার ৫শ' ৬০ জন চিকিৎসা সেবা নিচ্ছেন।
অপরদিকে গত ২৪ ঘন্টায় সুস্থতা লাভ করায় হাসপাতাল গুলো থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬শ' ৯৪ জন।
উল্লেখ্য- চলতি বছর বৃহস্পতিবার ৩ আগষ্ট সকাল ৮ টা পর্যন্ত সারাদেশে সর্বমোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হোন ৫৯ হাজার ৭শ' ১৬ জন। ইতি মধ্যেই চিকিৎসা সেবানিয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ২শ' ২৩ জন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।