Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeE-Paperডোমারে জমি নিয়ে দ্বন্দ্ব, মা ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

ডোমারে জমি নিয়ে দ্বন্দ্ব, মা ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জমি নিয়ে দ্বন্দ্বে মা ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী হাজীপাড়া গ্রামে। জানা গেছে, ঘটনার দিন সকালে মৃত আব্দুর রউফের বাড়ির সামনে তার নিজ দখলিয় জমিতে তার অপর দুই ভাই আব্দুল মান্নান, আব্দুল জলিল ও আব্দুল মান্নানের ছেলে বাবু অবৈধ ভাবে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় মৃত আব্দুর রউফের স্ত্রী নুর নেহার (৬৫) এবং ছেলে ওমর ফারুক (২৪) বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয়ে বেদম মারপিট করে। এক পর্যায়ে ছোরা দিয়ে নুর নেহারের মাথায় ও ওমর ফারুকের হাতে আঘাত করিলে তারা গুরুতর আহত হয়। এ ঘটনায় এলাকাবাসী তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। ওমর ফারুক জানান, আমার চাচারা দুধর্ষ প্রকৃতির। আমার বাবার মৃত্যুর পর থেকে তারা আমাদের উপর অন্যায় অত্যাচার চালিয়ে আসছেন। গত ১৭এপ্রিল আমার মাকে মারডাং করে গুরুতর আহত করে পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। ওই দিনই আমি আমার মাকে হাসপাতালে ভর্তি করে দেই। ১৮এপ্রিল মাকে নিয়ে বাড়িতে আসি। আজ আবার আমাদের বাড়ির সামনে বেড়া দিয়ে ঘিরে রাখার চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে তারা আমার মাকে মারধর করে ছোরা দিয়ে চোট মেরে মাথা ফাটিয়ে দেয় এবং রক্তাক্ত জখম করে। আমাকে মারধর করে আমার হাত কেটে দেয়। তারা সংখ্যায় বেশি হওয়ায় সামান্য বিষয় নিয়ে যখন তখন আমাদের উপর অন্যায় ভাবে নির্যাতন চালিয়ে আসছেন। তাদের আচরণের বিষয়ে এলাকাবাসী এবং চেয়ারম্যান মেম্বাররা অবগত রয়েছেন। এ বিষয়ে হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা জানান, আমি সরজমিন তদন্ত করেছি। বিষয়টি নিয়ে কয়েকবার আব্দুল মান্নান এবং আব্দুল জলিলকে মিমাংসার জন্য ডেকেছি তারা আসেনি। পেশিশক্তির কারণে তারা এরুপ ঘটনা ঘটাচ্ছে। তাদের আচরণ ভালো না।

মোঃ মামুন উর রশিদ রাসেল
মোঃ মামুন উর রশিদ রাসেল
বিশেষ প্রতিনিধি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments