মোঃমিজানুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলা সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটিতে বিবাহিত ও বহিরাগতকে কমিটি দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহষ্পতিবার (৪এপ্রিল) বিকাল ৬টায় উপজেলা সর্বস্তরের ছাত্রলীগ নেতাকর্মী’র ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। থানা সংলগ্ন রিপোর্টার্স ক্লাব হতে মিছিলটি বের হয়ে বাটার মোড় স্থানে সমাবেশে মিলিত হয়েছে।সমাবেশে ডোমার সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারন সম্পাদক স্বপন রহমান প্রমূখ বক্তব্য দেন।বক্তরা তাদের বক্তব্যে বলেন, গত ২৪মার্চ জেলা ছাত্রলীগ ডোমার উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি পদে মেহেদী হাসান আকাশ ও সাধারন সম্পাদক পদে সোহানুর রহমান সোহানের নাম ঘোষনা করা হয়। তাদের দাবী আকাশ একজন বিবাহিত ও সোহান উপজেলার স্থায়ী বাসিন্দা নন। বিবাহিত ও বহিরাগতরা কিভাবে ছাত্রলীগের কমিটিতে আসে, প্রশ্ন রাখেন জেলা ছাত্রলীগকে। তারা অবিলম্বে তদন্ত কমিটি দিয়ে বিষয়টি তদন্তপূর্বক ঘোষিত কমিটিকে স্থগিত ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবী করেন।শেষে উপস্থিত ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাকর্মীরা ইফতার পার্টিতে যোগ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ সেলিম খান, নির্বাহী সম্পাদকঃ শেখ রবিউল ইসলাম আজম। যোগাযোগঃ ০১৮১১-২০২৫৩৩
বিঃদ্রঃ আমাদের সকল প্রতিনিধি নিজস্ব একাউন্ট থেকে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে, যে-কনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।